নারায়ণগঞ্জ জেলা তাতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে, নারায়ণগঞ্জ জেলা তাতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল এবং ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে হাতুড়ি-শাবল দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও ভাস্কর্য ভেঙে ফেলা হয়।
ভাঙার সময় সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও হাসান ইমাম সম্রাটকেও হাত লাগাতে দেখা যায়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা তাতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, “(শেখ মুজিবের) এইসব ছবি দিয়ে আওয়ামী লীগ পবিত্র বিচারাঙ্গণকে কলুষিত করেছে। এই ম্যুরালের দোহাই দিয়ে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল।সুতরাং এখন প্রশাসন নিরপেক্ষ থাকবে। ভবিষ্যতে আর কেউ যেন প্রশাসন ও বিচারবিভাগকে কলঙ্কিত কাউকে করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জের সাধারণ জনতা ও বিএনপির নেতাকর্মীরা এইসব ছবি অপসারণ করেছে। আমরা ফ্যাসিবাদমুক্ত নারায়ণগঞ্জ চাই।
ভাঙচুরের সময় আরও উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি শরিফ মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহীন আহমেদ,ফতুল্লা থানা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদ সদস্য সচিব মোক্তার হোসেন,বন্দর থানা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি রওশাদ আলী,বিএনপি নেতা, শুক্কুর,স্বপন,আমির,মামুন,মিজান, উৎসব,হাফিজুল,জাকির এবং অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ জনতা।