ষ্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসক ও স্কুল এন্ড কলেজের গর্ভানিং বডির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,সমাজ ও দেশ গঠনে যারা ভবিষ্যতে দায়িত্ব পালন করবে তাদের তৈরি করতে হবে। বর্তমান সময়ে সমাজে যে ধরনের চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করতে চারিত্রিক ও শিক্ষাগত স্বভাব থাকতে হবে।দক্ষতার কোন বিকল্প নাই। সব জায়গা থেকে সবাইকে উজার করে দিতে হবে।
বিশেষ করে শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষকদের অনুসরন করে সেই যোগ্যতা তাদের অর্জন করতে হবে।
শুধু ভালো শিক্ষা নয় ভালোটা যেন শিখে সে যেন প্রস্তুত করতে হবে।
এ চলার পথ অনেক কঠিন। কঠিন পরিশ্রমের কোন বিকল্প নেই।
বিশ্বায়নের যুগে বাংলাদেশকে যেভাবে পেতে চাই তার সম্ভব হবে না যদি প্রযুক্তির উপযুক্ত শিক্ষা না দিতে পারি।
দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। যে সমাজ চাই সেই সমাজ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান।
নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও নবীনবরন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিপন চন্দ্র দের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আশফাকুল রহমান, স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ কলেজের ড. রুমন রেজা,প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল, কেবিসাহা বাইলেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সরদার, সহ সভাপতি মোঃ শাহজাহান খোকন প্রমুখ।