নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এই আগুন লাগে।
জানা গেছে, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এরপর স্থানীয় ও ফায়ার সার্ভিসর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করে যাচ্ছি। টিনের গোডাউনে আগুন লেগেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন ধরার কারণ আর ক্ষয়ক্ষতি এখন বলা যাচ্ছে না।