ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আওয়ামী লীগের ডেভিল মতিন ভুঁইয়া ও তার ভাতিজা ডালিম ভূইয়া এখন বিএনপির পদতলে আশ্রয় গ্রহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আড়াইহাজারের মূর্তিমান আতঙ্ক সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন সফর আলী কলেজের সাবেক ভিপি মতিন ভূইয়া ও তার ভাতিজা আড়াইহাজার থানা তরুন লীগের সাবেক সেক্রেটারী ডালিম ভূইয়া দীর্ঘ ১৭ বছর যাবত বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা সহ নানান ভাবে নির্যাতন চালিয়ে আসছিল।
গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাধ্য হয়ে নজরুল ইসলাম বাবু নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়।
সে সাথে বাবুর সহযোগী আওয়ামী লীগ নেতা মতিন ভূঁইয়া ও তার ভাতিজা ডালিম ভুইয়াও এলাকা থেকে পালিয়ে যায়।
অত্যন্ত চতুর আওয়ামী লীগের মতিন ভূঁইয়া আড়াইহাজার এর কিছু বিএনপি নেতাদের ম্যানেজ করে নিজ এলাকা খাগকান্দা ইউনিয়নের লক্ষ্মীপুরা এলাকায় চলে আসেন কিন্তু তার ভাতিজা আওয়ামী লীগের ডেবিল ডালিম ভুইয়া ঢাকায় অবস্থান করে বিএনপি নেতা কর্মীদের ম্যানেজ করে নিয়েছেন।
সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে অন্তবতীকালীন সরকারকে বিপদে ফেলতে কুটকৌশলের আশ্রয় নিয়েছে।
সম্প্রতি আড়াইহাজারের আওয়ামী লীগের ডেভিলরা ঝটিকা মিছিল বের করলে এর সমস্ত খরচ প্রদান করেন ডালিম ভুইয়া ও মতিন ভূঁইয়া বলে এলাকায় প্রচারনা রয়েছে।
এরা বিএনপি নেতাদের অর্থের বিনিময় সহ নানান সুবিধা দিয়ে আবার এলাকায় ফিরে গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করতে মতিন ভূঁইয়া ও ডালিম ভূঁইয়া নৈপথ্যে থেকে কাজ করছে এবং এর পেছনে অর্থ ব্যয় করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র কয়েকজন নেতাকর্মী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীন কালে স্থানীয় এমপি, মূর্তিমান আতঙ্ক, চাঁদাবাজ, সন্ত্রাসী নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন হিসেবে সব সময় কাছে ছিল মতিন ভুঁইয়া ও ডালিম ভুঁইয়া।
এরা বাবুকে খুশি করতে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন, হামলা- মামলা দিয়ে হয়রানি করতে দ্বিধাবোধ করেনি।
যারা আওয়ামী লীগ সরকারের অপশাসন,গুম,খুন দূর্নীতি,অন্যায়, অনিয়মের বিরুদ্ধে রাজপথে বা মাঠে নামতো তাদেরকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নানান ভাবে নাজেহাল করতো। এমনকি বিএনপি নেতা কর্মীদের এলাকা ছাড়া করে রেখেছিল। তাদের ব্যবসা-বাণিজ্য দখল করা সহ নানান অপকর্ম করে বেরিয়েছে।
৫ আগস্ট এর পর ভোল পাল্টে মতিন ভূঁইয়া ও তার ভাতিজা ডালিম ভূঁইয়া বিএনপি’র কিছু অর্থলোভী নেতাদের ম্যানেজ করে নিয়েছে। এই সুযোগে মতিন ভূঁইয়া এলাকায় অবস্থান করলেও ডালিম ভূইয়া ঢাকায় অবস্থান করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় করে তোলায় ব্যস্ত রয়েছে।
অবিলম্বে মতিন ভূঁইয়া ও ডালিম ভুঁইয়ার বিরুদ্ধে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বতী কালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, রেবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
আর যারা মতিন ভূইয়া ও ডালিম ভূইয়াকে সেল্টার দিচ্ছে সে সমস্ত বিএনপির সুবিধাবাদী নেতাদের বিরুদ্ধেও দলীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগী সহ বিএনপির নেতাকর্মীরা।
এ ব্যাপারে মতিন ভূইয়া মুঠো ফোনে বলেন,কিছুই না সব মিথ্যা।যদি প্রমান দিতে পারেন সব সাঁজা মাথা পেতে নিবো।আর যদি প্রমান না হয় যারা বলেছে তাদের বিচার করেন।
এ বিষয়ে ডালিম ভুঁইয়া বলেন,ভাই আমি তরুনলীগ করতাম। মাঝে-মধ্যে এখানে আসতাম। আমি এখন ঢাকায় থাকি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যা।