ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিস্কাশন ড্রেন থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স ৪৫/৪৮ বছর হবে। পরনে লুঙ্গি ও শার্ট ছিলো। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে গত রাতের কোন এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।