বন্দর প্রতিনিধি: বন্দরে আইনশৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আসরাফুল ইসলাম,কৃষি কর্মকর্তা তাসলিমা বেগম,উপজেলা আবাসিক মিডিকেল অফিসার ডাঃ দীপু, প্রমুখ।
সভায় মাদক ও ইভটিজিং রোধে আইনি পদক্ষেপ, অবৈধ বালু উত্তোলন,গ্যাস সংযোগ,রাস্তার উপর ড্রজারের পাইপ ও অবৈধস্থাপনাসহ মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।