ষ্টাফ রিপোর্টার:
চলমান তাপদাহে চতুর্থ দিনের মতো ফতুল্লার পঞ্চবটী এলাকায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ শীতল পানি বিতরণ রেখেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজি: ঢাকা ৩৭৩২ এর নেতৃবৃন্দ। পঞ্চবটী এলাকায় তাপদাহে বিপর্যস্ত দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে শরবত তৈরী করে খাওয়াচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পঞ্চবটী এলাকায় তাপদাহে বিপর্যস্ত দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে শরবত তৈরী করে খাওয়াচ্ছেন তারা।
নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো.আজিজুল হক হাওলাদার,সহসভাপতি আবদুল জাব্বার,অর্থ সম্পাদক মো.আনোয়ারুল কবীর ও শ্রমিক নেতৃবৃন্দেও উপস্থিতিতে সংগঠনটির সদস্যরা এ কাজটি চালিয়ে যাচ্ছেন।
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক মো.আজিজুল হক হাওলাদার বলেন,অসহনীয় তীব্র গরমে রাস্তায় চলাচলকারী প্রতিটি শ্রমিক ও সাধারন মানুষের পিপাসা মেটানোর জন্য আমাদের নেতা কেন্দ্রীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ কাউসার আহমেদ পলাশ ভাইয়ের নির্দেশে আমাদের এ আয়োজন। মানুষ মানুষের জন্য এ কথাটি আমরা আমাদের মাঝে বিদ্যমান রাখতে চাই। তিনি আরও বলেন,গতকালও আমরা ছিলাম এবং যতদিন পর্যন্ত এ তীব্র গরম থাকবে ততদিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,এ তীব্র গরমে নিজেদেরকে নিরাপদে রেখেই যেন সাধারন মানুষ তাদের কর্ম সম্পাদন করেন এবং হিট ষ্ট্রোক থেকে বাচঁতে নিজেদেরকে নিরাপদে থাকার আহবান জানান।