ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেল ভাইপার। এই সাপে কামড় দেওয়ার ২ ঘণ্টার মধ্যে এন্টিভেনম ভ্যাকসিন দিতে হবে। না হলে ওই সাপে কাটা রোগীর মৃত্যু নিশ্চিত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকার জিক্কার মোড় আড়িয়াল খাঁ নদীর পাড়ে রাসেল ভাইপার নামের বিষধর সাপের দেখা মিলেছে। বুধবার সকালে স্থানীয়রা সাপটি দেখে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দিলে তা ভাইরাল হয়।
উপজেলাবাসী আড়িয়াল খাঁ নদীর পাড়ের কয়েকটি গ্রামের মানুষের মাঝে নতুন করে রাসেল ভাইপার সাপের আতঙ্কে দেখা দিয়েছে।
মঙ্গলবার রাতে ভাঙ্গার সীমান্তবর্তী আড়িয়াল খাঁ ব্রিজ এলাকা থেকে রাসেল ভাইপার নামের আরেকটি সাপ মেরে ফেলেছেন স্থানীয়রা।
এলাকার লোকজন জানান, এর আগে ফরিদপুরের চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে রাসেল ভাইপার সাপ। নতুন করে রাসেল ভাইপার সাপটি ভাঙ্গায়ও দেখা মিলল। মানুষ দেখলে অন্য সাপেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার সাপটি মানুষ দেখলে তার দিকে তেড়ে এসে কামড় দেওয়ার চেষ্টা করে। মাঝ মাঝে সাপটি শব্দ করে ডাক দেয়। এই সাপের কামড়ে অনেকে মারা গেছেন বলে শোনা গেছে।
এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুণ পাল জানান, রাসেল ভাইপার নামের সাপটি যদি মানুষকে কামড় দেয় তাহলে বেশিরভাগ রোগী মারা যায়। এই সাপের বিষ খুবই বিষাক্ত এবং মানুষের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে সব অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো করে ফেলে; রক্ত জমাট বেঁধে যায়। রাসেল ভাইপারে কামড় দিলে তাকে ভ্যাকসিন দেওয়ার পরও রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এই সাপে কামড় দিলে ২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিতে না পারলে মৃত্যু ঘটবে বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি বলেন, ভাঙ্গা হাসপাতালে সাপে কাটা রোগীদের ভ্যাকসিন আছে। যদি কোনো ব্যক্তিকে সাপে কামড় দেয় তাহলে সঙ্গে সঙ্গে ভাঙ্গা হাসপাতালে পাঠিয়ে দেবেন।