জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিগ্রীরচর ফেরীঘাটের গাড়ি পার্কিংয়ের জন্য ইটের সলিং নির্মাণ ও ডিগ্রীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের বাউন্ডারি দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।
সোমবার (১৫ জুন) সকালে প্রকল্প গুলোর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাকির হোসেন, ইউপি মেম্বার রওশন আলী, শাহিন রাজু,আব্দুল মান্নান ভেন্ডার, মেম্বার ওয়াহাব সরকার, ওসমান গনি, সোহেল মিয়া, ফিরোজ মিয়া, জাকির হোসেন,রুমা আক্তার, স্থানীয় সমাজ সেবক আতাউল হক সরকার,আকলিমা বেগম, ওহাব মাতবর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে জাকির হোসেন চেয়ারম্যান বলেন, এমপি সেলিম ওসমান মহোদয় ডিগ্রীরচর কেন্দ্রীয় ঈদগা মাঠ নির্মাণের জন্য তিনবার বরাদ্ধ দিয়েছেন। তিনি চান নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও আদর্শ ঈদগা মাঠ হবে এ ডিগ্রীরচর। উন্নয়নের ব্যাপারে সবধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তার আর্থিক ও সার্বিক সহযোগিতায় আলীরটেক ইউনিয়নের উন্নয়নের ধারা এগিয়ে চলছে।গ্রাম থেকে উপশহরে পরিনত হচ্ছে আলীরটেক ইউনিয়ন।শুধু তাই নয় তিনি ধর্মীয় কাজে নিজেকে যথাসাধ্য বিলিয়ে যাচ্ছেন। আমিও চাই ডিগ্রীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হবে নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর ও আদর্শ।
এর আগে সেলিম ওসমান এমপি,তার পরিবার,দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।