স্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার ১নং বাবুরাইল ঋষিপাড়া রক্ষাকালী মন্দিরের নিরাপত্তায় কাজ করেছে জাকির খানের নির্দেশে যুবদল নেতা মেহেদী হাসান লিটনের নেতৃত্বে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন,মন্দির কমিটির সভাপতি সতীশ রায়, মন্দির কমিটির উপদেষ্টা মেহেদী হাসান লিটন, সাবেক জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ,কাশিপুর ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো: আব্দুল হালিম,সমাজ সেবক সাব্বির আহমেদ শহীদ, মাহমুদ হাসান বিজন, মোঃ সুমন খান, রাজু প্রধান সহ সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ। হিন্দু সম্প্রদায় নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে কারাবন্দী ছাত্রদল নেতা জাকির খানের নির্দেশে বিএনপি ও ছাত্রদলের নেতা ও কর্মীবৃন্দ হিন্দু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করেন।
বক্তব্যে মেহেদি হাসান লিটন বলেন, হিন্দু -মুসলমান আমরা ভাই ভাই, মুসলমান হিসেবে আমার দায়িত্ব অন্য সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দেওয়া ও জানমল নিশ্চিত করা। আমরা দিনরাত পাহারা দিয়ে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকি। এটা একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব।
সভার অনুষ্ঠান পরবর্তীতে হিন্দু সম্প্রদায়ে মাঝেমিষ্টি বিতরণ করা হয়।