ষ্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলা ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যা ও শতাধিক নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা’র নির্দেশে বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বন্দর থানা ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহামেদ ও বন্দর উপজেলা সদস্য সচিব জুয়েল আহামেদের নেতৃত্বে বন্দর ১ নং খেয়া ঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ডালিম শিকদার,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈকত হাছান,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু সিকদার,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসির উদ্দিন রিয়াদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি,বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নান্টু,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জিপু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদ্দাম,শাহা আলী,নাজমুল হাসান সজল,মোঃ আল আমিন,সজীব, উজ্জ্বল, সাঈদ, সজল, মোহাম্মদ হাসান,ইমরান, সানাউল্লাহ, নূরনবী, আশরাফুল, আকাশ আহামেদ বাছির, সাকিল,মহসিন,জিসান,তন্ময়,আফজাল প্রমূখ।