এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে নব যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার জাহিদ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন। বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে তার অফিস কক্ষে এ মতবিনিময় সভা করেন। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি পর্ব শেষ করে সবার সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, আমি অফিসার ইনচার্জ হিসাবে প্রথম আপনাদের থানায় যোগদান করেছি। আমি নতুন অফিসার ইনচার্জ আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন। কোথাও কোনো সমস্যা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটলে কিংবা অপরাধ ঘটেছে এমন খবর পেলে জানাবেন। আমি আপনাদের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে জনগণের সেবা করতে চাই। পুলিশের প্রতি মানুষের আস্থা অর্জন, মাদক, জুয়া, চোরাকারবারিসহ আইন – শৃঙ্খলার অন্যান্য বিষয় তুলে ধরে অন্যানের মাঝে বক্তব্য রাখেন ওসি তদন্ত আব্দুল লতিফ মিয়া, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সহ সভাপতি রমেশ সরকার, সাংবাদিক মাওঃ মো: তাজুল ইসলাম, ফরিদ আহমেদ রুবেল, মাসুদুর রহমান, মোমিনুল ইসলাম প্রমুখ। এসময় শ্রীবরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।