এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার শ্রীবরদী-দহেরপাড় সড়কের শ্মশান ঘাট সংলগ্ন রাস্তায় ঐ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার চরশিমুলচড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২৫) ও ইজারাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে জাকিরুল ইসলাম জয় (২৮)। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ।
পুলিশ, স্থানীয় ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শ্রীবরদী থেকে দহেরপাড়াগামী ও দহেরপাড় থেকে শ্রীবরদীগামী দুটি মোটরসাইকেল শ্মশান ঘাট সম্মুখে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালকরা ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করে। এঘটনায় গুরুত্বর আহত অপর মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম জয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় জয়।
থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার জাহিদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হয়েছে।