ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসীনের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন পরিবহন শ্রমিক মো. আশিক মিয়া (২০)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন (৫ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরবর্তী সময়ে নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১২২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই তালিকায় ৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন আনিসুল হক।
বুধবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করা জরুরি। রিমান্ড শেষে তাকে পুনরায় আদালতে হাজির করা হবে।