মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
বাংলাদেশ জামাতে ইসলাম আমতলী উপজেলা শাখার কর্মী সম্মেলন শনিবার সকাল সাড়ে ৯টায় নতুন বাজার হোটেল-২১ এর সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ৭ শতাধিক নেতা কর্মী অংশগ্রহন করেন।
বাংলাদশে জামাতে ইসলাম আমতলী উপজেলা শাখার আমির মাওলানা মো. ইলিয়াস হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমর্ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মাওলানা মো. ফকরুদ্দিন খান রাযী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা জামাতের আমির মাওলানা মো. মুহিবুল্লাহ হারুন, জামাতে ইসলামী বরগুনা জেলা শাখার সহ-সম্পাদক আসাদুজ্জামান আল মামুন, বরগুনা জেলা কর্মী পরিষদ সদস্য সাইফুল ইসলাম সোহরাব ও জামাতে ইসলাম তালতলী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামাতে ইসলাম আমতলী উপজেলা শাখার সম্পাদক আব্দুল মালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে দুর্নীতি, সুদ ও ঘুষ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে বাংলাদেশ জামাতে ইসলামীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।