মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের প্রতিবন্ধি এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ করেছেন ভূক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার খাকদান গ্রামে ওই ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধি এক শিশু দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে তার বাড়ির পাশে জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে ওই ঘটনা জানায়।
তাৎক্ষণিক ভিকটিম পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খাঁন প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার প্রতিবন্ধি মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে সিদ্দিক মৃধা মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। আমি ওই ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান খাঁন বলেন, প্রতিবন্ধী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, পুলিশের সহযোগিতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।