মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী বুধবার সকাল ১১ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭২জন এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ইসলামিক রিলিফ নামের একটি বেসরকারী সংগঠন অরফ্যান স্পন্সরশীপ কর্মসূচীর আওতায় এ সংবর্ধনা প্রদান করে।
সংবর্ধনার প্রাপ্তদের মধ্যে ৪৫ জন মাধ্যমিক ও ২৭ জন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে।
সংবর্ধনা উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক রিলিফ আশতলী অফিসের ম্যানেজার শাখওয়াত হোসেন শান্তর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।
সভায় বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ও রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি হায়তুজ্জামান মিরাজ, মাধ্যমিক উত্তীর্ণ তাসমিয়া তানহা, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মো. আবু বক্কর ও অবিভাভক সাবিনা ইয়াসমিন প্রমুখ। সভা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে উপহারের ছাতা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ইসলামিক রিলিফ আশতলী শাখার ম্যানেজার শাখওয়াত হোসেন শান্ত বলেন, আমতলী উপজেলায় চলতি ৩মাসে ৬৪৫ জন এতিম শিশুর লেখাপড়া খরচের জন্য ৮৪ লক্ষ ৩২ হাজার ৬শ’ ৭৮ টাকা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতি ৩ মাস পর পর লেখাপড়া খরচের জন্য নিবন্ধিত এতিম শিশুদের এভাবে টাকা প্রদান করা হয়।