মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা-৩ আমতলী-তালতলী সাবেক সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে শনিবার সকাল সাড়ে ১০টায় সকল রাজনৈতিক দল, পেশাজীবি, সামাজিক সংগঠন নিয়ে এক মতবিনিময় সভা নতুন ডাকবাংলোর হল রুমে অনুষ্ঠিত হয়।
আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম শানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, বরগুনা জেলা খেলাফত মজলিশের সভাপতি গাজী আব্দুল মন্নান, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, আমতলীর সিনিয়র সাংবাদিক দৈনিক সমকালের আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, আমতলী উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক কামরুজ্জামান হিরু মৃধা, আমতলী উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক শাহনাজ পারভীন খুশি বেগম, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সম্পাদক গাজী মুহা: বায়েজিদ, আমতলী আমতলী উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. সাঈদুর রহমান, খেলাফত মজলিস আমতলী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. মনোয়ার হোসেন, আমতলী উপজেলা জামের বাইতুল মাল সম্পাদক মো. নিজাম উদ্দিন,জামাত নেতা মো. দলিল উদ্দিন, গাজী মো. আবুল হোসেন, মো. কবির উদ্দিন প্রমুখ। বক্তারা ১১২ বরগুনা-৩ (আমতলী-তালতলী) সাবেক সংসদীয় আসন পুনর্বহালের দাবী জানান।