এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার রানীশিমুল পাইলট ইউনিয়নের তৌহিদী জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ভায়াডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দিয়ে বাজারের চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটির সেক্রেটারি মুফতি হাসান তারিকের সঞ্চালনায় করেন রাখেন রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ, রাণীশিমূল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্লাত, আয়োজক কমিটির সদস্য তরুণ উদ্দোক্তা খন্দকার মাশরুরুল হক সাজিদ, খন্দকার আনোয়ার জাহিদ মাহফুজ, বিএনপির নেতা এবিএম শামীম কবির, খন্দকার রুকনুজ্জামান উজ্জ্বল, ভায়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক মোহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, টেঙ্গরপারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ, আলহেরা নূরানী কওমি মাদ্রাসা ও এতিম খানার পরিচালক মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, খেলাফত মজলিসের নেতা মাওলানা সাইফুল্লাহ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাণীশিমূল ইউনিয়ন বিএনপি, জামায়াতসহ সর্বস্তরের তৌহিদী জনতার লোকজন উপস্থিত ছিলেন।