লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দুপুরে (২৭ অক্টোবর) পৌর যুবদলের উদ্যোগে ডাকবাংলো মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চূয়ালে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আঃ হালিম। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানীর সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন,পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সংগঠন সুসংগঠিত করতে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন- শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের লক্ষে সকলকে সজাগ থাকার আহবান জানান। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাহফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।