লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় (২৫ অক্টোবর) বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু আনুষ্ঠনিক ভাবে ফিতা কেটে পৌর শহরের পুরাতন মার্কায মসজিদ সড়কে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন,ডা. শাহীন,আলী হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,ছামিউল হক লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।