রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের এম.এ রশীদ হসপিটালে দূর্বৃত্তদের হামলার ও ভাংচুরের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০নভেম্বর) সকালে পৌর এলাকার বাসস্ট্যন্ড বটতলা মোড়ে বকশীগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক আবু হায়াদ মোস্তাইন বিল্লাহ রনি,সাংগঠনিক সম্পাদ জুলফিকার আলী খোকন, রেজাউল করিমসহ অনেকেই।এসময় বক্তারা হামলাও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলা কারিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান ।