আব্দুর রহিম, খাগড়াছড়ি: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আশ্রয়ন প্রকল্প ২ এর অধিনে মুজিব বর্ষের ১২৫টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন গুইমারা উপজেলার ইউএনও রাজিব চৌধুরী।
৯জুন’০২৪ গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সামনে ইউএনও জানান, গৃহহীনদের ঘর দেয়া, মাথা গোজার ঠাই করে দেয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার স্বপ্ন। আমরা তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
এই উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমি নিজে সরেজমিন তদন্ত করে প্রকৃত দুস্থ্যদের ঘর পাওয়া নিশ্চিত করেছি।
এরই ধারাবাহিকতায় আগামী ১১জুন সকাল ৯টায় আশ্রয়ন প্রকল্প-২এর আওতায় গুইমারা উপজেলায় আরো ১২৫টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এবং উপকারভোগীসহ সকলকে এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আহবান করেন।
তিনি জানান, এই পর্যন্ত গুইমারা উপজেলায় আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে
১ম পর্যায় ঘর দেয়া হয়েছে-৩৯টি তার মধ্যে প্রথম ধাপে ১০টি ২য় ধাপে ২৯ টি। এর মধ্যে গুইমারা ইউপিতে ১ম ধাপে ৩টি ২য় ধাপে ১১টি হাফছড়ি ইউপিতে ১ম ধাপে ৪টি ২য় ধাপে৭টি। সিন্দুকছড়ি ইউপিতে ১ম ধাপে ৩টি ২য় ধাপে ১১টি
২য় পর্যায় ঘর দেয়া হয়েছে-১২৫টি তার মধ্যে প্রথম ধাপে ৬৫টি ২য় ধাপে ৬০ টি। এর মধ্যে গুইমারা ইউপিতে ১ম ধাপে ১১টি ২য় ধাপে ২২টি হাফছড়ি ইউপিতে ১ম ধাপে ১৫টি ২য় ধাপে২৩টি। সিন্দুকছড়ি ইউপিতে ১ম ধাপে ৩৯টি ২য় ধাপে ১৫টি
৩য় পর্যায় ঘর দেয়া হয়েছে-১২০টি তার মধ্যে প্রথম ধাপে ৫০টি ২য় ধাপে ৭০টি। এর মধ্যে গুইমারা ইউপিতে ১ম ধাপে ২৮টি ২য় ধাপে ২৯টি হাফছড়ি ইউপিতে ১ম ধাপে ২২টি ২য় ধাপে৩২টি। সিন্দুকছড়ি ইউপিতে ১ম ধাপে ০০টি ২য় ধাপে ০৯টি
৪র্থ পর্যায় ঘর দেয়া হয়েছে-১২৫টি তার মধ্যে প্রথম ধাপে ৭৫টি ২য় ধাপে ৫০ টি। এর মধ্যে গুইমারা ইউপিতে ১ম ধাপে ৩০টি ২য় ধাপে ২১টি হাফছড়ি ইউপিতে ১ম ধাপে ২৩টি ২য় ধাপে২০টি। সিন্দুকছড়ি ইউপিতে ১ম ধাপে ২২টি ২য় ধাপে ০৯টি
৫ম পর্যায় ঘর দেয়া হয়েছে-(৭৫+২০+১০৫)=২০০টি। এর মধ্যে গুইমারা ইউপিতে ১ম ধাপে ৩২টি ২য় ধাপে ৬৩টি হাফছড়ি ইউপিতে ১ম ধাপে ২৭টি ২য় ধাপে৪৬টি। সিন্দুকছড়ি ইউপিতে ১ম ধাপে ১৬টি ২য় ধাপে ১৬টি
সর্বমোট বরাদ্দ: ৬০৯টি
সর্বমোট হালনাগাতকৃত উপকারভোগীর সংখ্যা- ৬০৯ জন।
এ পর্যন্ত উদ্বোধনকৃত ঘরের সংখ্যা ৪৮৪ টি।
৫ম পর্যায়ে উদ্বোধন হবে- ১২৫ টি
এই ১২৫টি ঘরের মধ্যে,
গুইমারা ইউপিতে – বাঙ্গালী ২৬জন – উপজাতী ৩৭জন
হাফছড়ি ইউপিতে- বাঙ্গালী ১৪জন- উপজাতী ৩২জন
সিন্দুকছড়ি ইউপিতে- বাঙালী ০০ জন উপজাতী ১৬ জন