লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, কর্মজীবী, শ্রমজীবী নেতৃবৃন্দের সম্মানে গণতন্ত্র মঞ্চের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের সৈয়দ আলী মন্ডল কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখা এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো: আমির উদ্দিনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এছাড়াও গণতন্ত্র মঞ্চ জামালপুর জেলা শাখার সহ-সমন্বয়ক, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান বাদল তালুকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজউদ্দীন সবুজ, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মাহবুব আলম খান দীপু, জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার সভাপতি আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল-করীম, সরকারি জাহিদ সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, গণঅধিকার পরিষদের নেতা মেহেদী হাসান নাঈম, নাগরিক কমিটির নেতা খলিলুর রহমান, এনামুল হক, আমার বাংলাদেশ (এবি) যুবপার্টির নেতা শিহাব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় বৈদেশিক আগ্রাসন মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ করতে সকল দলকে এক কাতারে আসতে হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।