ছবি- হামলাকারী
জামালপুর প্রতিনিধি।। পূর্ব শত্রুতার জেরে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ সভাপতি ও সভাপতি সার্চ মানবাধিকার সোসাইটি জামালপুর জেলার সভাপতি নুরুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল জেলার মেলান্দহ উপজেলার পাচুরপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে মেলান্দহ থানায় নুরুল্লাহ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, গত কয়েকদিন থেকে একই এলাকার করিম সরকারের পুত্র সোলায়মান সরকার, নুরুল্লাহর নিকট চাঁদা দাবী করে আসছেন। একাধিক বার ফোন দিয়ে বিভিন্ন হুমকি প্রদান করছে। মঙ্গলবার বিকালে নুরুল্লাহ আসরের নামায পরতে মসজিদে গেলে নামাযরত অবস্থায় অতর্কিত হামলা করে। এসময় মেঝেতা পরে গিয়ে আঘাত পান। মুসুল্লিরা মসজিদে এমন ঘটনার প্রতিবাদ করায় সোলায়মান দৌড়ে পালিয়ে যায়।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি নুরুল্লাহ জানান, সুষ্ঠ বিচারে দাবীতে থানায় অভিযোগ দিয়েছি।