মহসিন রেজা
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে ৭২ বোতল বিদেশি মদসহ পলাশ মিয়া (৪১) ও মোঃ আব্দুল খালেক (৪০) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা ১ (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেওয়ানগঞ্জ উপজেলার সিমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পূর্ব চেংটিমারি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) তাদের আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাশ মিয়া উপজেলার ডাংধরা ইউনিয়নের পূর্ব চেংটিমারি গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে ও আব্দুল খালেক কুমারের চর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা ১ (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন ও উপ- পরিদর্শক মোঃ আব্দুস সালাম।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পূর্ব চেংটিমারি এলাকায় বিদেশি মদ বিক্রির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে পলাশ মিয়া ও আব্দুল খালেক নামের দুই মাদক কারবারি কে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের তারা পালানোর চেষ্টা করলে কৌশলে তাদের আটক করা হয়। এ সময় আটক পলাশ মিয়ার বসত ঘরে তল্লাশি করা হলে সেখানে ৭২ বোতল বিভিন্ন বিদেশি মদ জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
জেলা গোয়েন্দা ( ১) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আটককৃত দের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।