লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেইট এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মসলিস সূরা সদস্য অ্যাডভোকেট নাজুল হক সাঈদি, জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুল আউয়াল, জামালপুর শহর জামায়াতের আমীর খন্দকার মোকাদ্দেস আলী, জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইল, আমেরিকা, জাতিসংঘকে দায়ি করে বিশ্বের ৫৭টি মুসলিম দেশ মিলে আলাদা জাতিসংঘ গঠন করার দাবি জানান। এছাড়াও সকলকে ইসরাইলি পণ্য বয়কটের আহবান জানান।