রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আ’লীগের দপ্তর সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতদের গত বছরের ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয় ।
আটককৃতরা হলেন উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক পৌর এলাকার শহিদুল্রার ছেলে মোশারফ হোসেন মিরাজ (৩০),পশ্চিম দত্তেরচর গ্রামের মৃত শাহাজামালের ছেলে কুদ্দুছ (৫০),পশ্চিম দত্তেরচর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে হাবিবুল্লাহ (৫২),দক্ষিন ধাতুয়া কান্দা গ্রামের মৃত জবর আলী আকন্দের ছেলে বুলবুল আকন্দ (৫০)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতার মামলায় আটকের পর তাদেরকে শনিবার জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে৷