রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জ আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার (১০ নভেম্বর) দুপুরে দিকে উপজেলা বিএনপির কার্যলয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যলয় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগর বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ‘আওয়ামী লীগ, যুবলীগ,নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রিয়াদুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।