রাশেদুল ইসলাম রনি:
সারাদেশে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলিতে ৬ জনের নিহতের ঘটনার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার (১৭ জুলাই) বিকালে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা শেষে বিক্ষুব্ধ ছাত্ররা পৌর শহরে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ ছাত্ররা কোটা পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুলে।
বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চাকুরী প্রত্যাশি শাহরিয়ার আহাম্মেদ সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, সরকার রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বকশীগঞ্জ সমন্বয়কারী সা’আদ আহম্মেদ রাজু, বায়জিদ আলামিন, রিয়াদ হাসান, শিক্ষার্থী রাফাত প্রমুখ।
এসময় কোটা বিরোধী শিক্ষার্থীরা অবিলম্বে কোটা পদ্ধতির সংস্কার করার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ জানান।এছাড়াও সকালে উপজেলার নিলখিয়া ইউনিয়নের আর জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কোটা আন্দোলনে নিহতের স্মরণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নিলখিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।