রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা- উল- হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ , সাংবাদিক সরকার রাজ্জাক, রাশেদুল ইসলাম রনি, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শামসুন্নাহার স্মৃতি,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ময়নুল হক , নিহত পরিবারের সদস্য শহীদ রিপনের ভাই আকতার হোসেন, শহীদ ফজলুর ভাই জিলানী , আহত ওয়ালীউল হাসান রাজুর পিতা সাংবাদিক আব্দুর রাজ্জাক, শহীদুল ইসলাম সানি ভাই শামীম আলম প্রমূখ।গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের সুস্হতা ও দীর্যায়ু কামনা এবং শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়।এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।