রাশেদুল ইসলাম রনি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরীর মৃত্যূ বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ পৌর ছাত্রদলের আয়োজনে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বকশীগঞ্জ পৌর শাখার আহবায়ক শাহীন আল মামুন। পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সাইয়ুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বকশিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, উপজেলা কৃষক দলের আহবায়ক নুরুল আমিন।দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সভাপতি মাও: মো: রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবদুল্লা আল-মামুন, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন সহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দরা।