রাশেদুল ইসলাম রনি :
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ বৃক্ষরোপণ, র্যালি ও দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা নেতৃত্বে বৃক্ষরোপণ, র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।এ উপলক্ষে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার ও বর্জ্য অপসারণ করার মাধ্যমে পৌর শহরসহ উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল -হুসনা, উপজেলা প্রকৌশলী শামসুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলায় আইসিটি অফিসার খাইরুল বাশার, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সালেহীন সহ গণমাধ্যম কর্মী, উপজেলা ও পৌরসভার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।দিনব্যাপী চলা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলায় পরিষদে বিভিন্ন জাতের ওষুধি গাছ রোপন করা হয়।