রাশেদুল ইসলাম রনি :
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বকশীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুজ্জামান গামা পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্বাচিত হওয়ায় বিএনপি’র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়ার আইনজীবী এডভোকেট মোকাম্মেল, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গোলাম রাব্বানী, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ন আহ্বায়ক শহীদুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান গাজী মোল্লা, সহ সভাপতি রাশেদুজ্জামান (সোনামিয়া), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন খানসহ অনেকে।