রাশেদুল ইসলাম রনি::
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজী ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপি।
সোমবার (২৬ আগস্ট) বিকালে নিলক্ষিয়া বাজারে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি ও সাবেক বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদ সরকার, সাবেক সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিলক্ষিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিকভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নাম ব্যবহার করে চাঁদাবাজী করা হচ্ছে। কিন্তু এসব চাঁদাবাজী বা অপকর্মের সঙ্গে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মীর সম্পৃক্তা নেই। তাই যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের সোপর্দ করার আহ্বান জানান সংবাদ সম্মেলনে বিএনপির নেতা কর্মীরা।
সংবাদ সম্মেলনে এসময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল হোসেন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বসাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান , সাহেব মিয়া, মঞ্জু মিয়া সহ ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, অঙ্গ সংগঠন ও সাবেক বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।