রাশেদুল ইসলাম রনি :
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে
বিট পুলিশিং ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই শনিবার বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রে আয়োজনে
কামালের বার্ত্তী পুলিশ কেন্দ্রে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, চুরি- ডাকাতি, মাদক বিরোধী, বিষয়রে বিট পুলিশিং জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান। সাধুরপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত সঞ্জয় কুমার সাহা, কামালের বার্ত্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হান্নান, বীরমুক্তিযোদ্ধা আমজাদ আলী প্রমুখ । জনসচেতনতা মূলক সভা সামাজিক অবক্ষয় রোধ, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা, সামাজিক অস্থিরতা দূর করা, জুয়া খেলা রোধ করা, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ করতে সামাজিক আন্দোলন সৃষ্টি করা, ৯৯৯ এর মাধ্যমে সেবা গ্রহণ করা, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।এসময় বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান আলোচ্য বিষয় গুলোর ওপর আলোচনা করে অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, ইমাম ও সুধীজন উপস্থিত ছিলেন।