রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে জনসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে বিট পুলিশিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল ১১ টায় বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামে বিট পুলিশিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
বীট অফিসার এএসআই সুমন, স্থানীয় ইউপি সদস্য এবল ও আমিনুল ইসলাম প্রমুখ।বকশীগঞ্জ থানার ওসি থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন, আত্মহত্যা প্রতিরোধ, পানিতে ডুবে মৃত্যু সংক্রান্ত আলোচনা করেন।তিনি বলেন, নিজের জীবনকে ভালবাসতে শিখতে হবে । জীবনটা কোন ঠুনকো বিষয় নয় যে, সামান্য আঘাত ও পরিবারের সাথে বনিবনা না হলেই আত্মহত্যা করতে হবে। আত্মহত্যা করা কোন সমাধান নয়। প্রত্যেকেরই নিজের প্রতি , সমাজের প্রতি , রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। পানিতে ডুবে মৃত্যু সম্পর্কে পরিবারের সবাইকে বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে কোন বাচ্চা পানিতে ডুবে মারা না যায়।