রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সহকারি কমিশনার (ভূমি) আসমা – উল- হুসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভির, বকশীগঞ্জ থানার (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা হাবীবুর রহমান সুমন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি রমেশ চন্দ্র রায়সহ আরো অনেকেই। এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তর কর্মকর্তা ও পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলায় ১২টি পূঁজা মন্ডপে শারদীয় দূর্গা পূঁজা উদযাপিত হবে।