রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে উপজেলা ১২ টি পূজা মন্ডপে উপহার সামগ্রি হিসাবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১অক্টোবর) রাতে বকশীগঞ্জে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ হয়।
এসময় উপস্থিত ছিলেন ববকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব ও পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, বকশীগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি রমেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ডাঃ অনিল কুমার ধর, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরাসহ শিল্প বণিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।