Views: 21
রাশেদুল ইসলাম রনি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে জামালপুরের বকশীগঞ্জে খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজ ও সরকারী কিয়ামত উল্লাহ কলেজের সাধারন শিক্ষার্থীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৪ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের জামালপুরের টিম প্রধানবকেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজিব, জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোশাররফ সিদ্দিকী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ নসরুল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক অপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদুল হক, যুগ্ন আহবায়ক সিয়াম, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহির আহমেদের জীপু, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান,যুগ্ন আহবায়ক মঈন সর্দার সহ উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আওয়ামী সরকারের ১৭ বছরের অপশাসন, অনিয়ম, দুর্নীতি ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে শিক্ষার্থীদের মনে রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চায় এসব বিষয় জানছি। শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য দিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো। মতবিনিময় শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন ।