রাশেদুল ইসলাম রনি:
জামালপুর বকশীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,গত সোমবার সকালে উপজেলা চত্বরে এই মেলা শুরু হয়।
জামালপরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে, অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো:এনায়েতুল্লাহ । এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন প্রমুখ। মেলায় অংশগ্রহণকারী স্টল ও কৃষি উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন।