এজেএম আহছানুজ্জামান ফিরোজ শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ এবং ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। পরে বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী এপিপিআই, শ্রীবরদী এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের লেখা -পড়ায় মনোযোগী ও প্রতিযোগিতার মনোভাব যাতে বৃদ্ধি পায় এ উদ্দেশ্যে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ১-১০ রোল পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদেরকে উৎসাহ পুরস্কার হিসেবে প্রত্যেককে ১টি করে বনজ এবং ১টি করে ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয় ও ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র – ছাত্রীদের মাঝে ৫ হাজার ২ শত বনজ ও
ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, দাহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম সহ গণমাধ্যমকর্মীরা।