এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে গণ স্বাক্ষর কর্মসূচী পালন করেছেন উপজেলার সর্বস্তরের ছাত্র- জনতা। ২৭ মার্চ দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে শ্রীবরদী উপজেলার সর্বস্তরের ছাত্র -জনতার আয়োজনে ওই গণ স্বাক্ষর কর্মসূচী পালন করা হয়। গণ স্বাক্ষর কর্মসূচীতে বক্তব্য রাখেন, ব্যারিস্টার মোঃ শাহাদাৎ হোসেন জিকু, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান রুকন, সমাজ সেবক মোঃ রুমান, মোঃ সুমন,সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে একটি মহল শেরপুর জেলা শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া, বালিজুরিসহ ঝিনাইগাতী, নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ও পাহাড় ধ্বংস করছেন। এ ব্যাপারে প্রশাসন দৃশ্যমান কোন পদক্ষেপ নিচ্ছেন না, শুধু লোক দেখানো দু, একটি অভিযান পরিচালনা করলেও থেমে নেই বালু উত্তোলন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ও পাহাড়কে বাঁচানোর দাবি জানান বক্তারা।