এজেএম আহছানুজ্জামান ফিরোজ শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৯তম বছরে পদার্পন অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার (২২ জুন) বিকালে শ্রীবরদী ফ্রেন্ডস ফোরামের আয়োজনে প্রেসক্লাব শ্রীবরদী’র অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে যায়যায়দিনের ১৯তম বর্ষ পদার্পনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যায়যায়দিনের শ্রীবরদী উপজেলা প্রতিনিধি রমেশ সরকার। প্রেসক্লাব শ্রীবরদী’র সাধারণ সম্পাদক ফেরদৌস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদী’র যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু, শ্রীবরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোশারফ হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ শওকত জামান, শাহজাহান মিয়া, শফিউল আলম তুহিন, সাজিত হাসান শান্ত ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন দীর্ঘদিন যাবত পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে মানুষের সমস্যা ও দেশের উন্নয়নের চিত্র তোলে ধরে আসছে। এসময় তারা যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।