এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। ইন্দিুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতেরর কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যকর্মী, খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।