এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাণীশিমূল ইউনিয়ন শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে টেঙ্গর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক শেরপুর জেলা কমিটির সভাপতি ও শেরপুর -৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী ) আসনের সাবেক সংসদ সদস্য মো: মাহমুদুল হক রুবেল। এসময় তিনি ২৪ আগষ্টের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনের সকল শহীদ ও আহতদের এবং গত ১৫ বছরে আওয়ামী লীগের নির্যাতনের শিকার গুম, খুন , আহতদের রোহের মাগফিরাত এবং দোয়া কামনা করেন। রাণীশিমূল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ – সভাপতি রুকনুজ্জামান লাখোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলাল, সাবেক সভাপতি ও শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পান্না। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাণীশিমূল ইউনিয়ন বিএনপির নেতা ও উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবিএম শামীম কবির, শ্রীবরদী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, ছাত্র দলের উপজেলা শাখার সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্র দলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফিসহ উপজেলা ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিল অনুষ্ঠানে কয়েক সহস্রাধিক রোজাদার ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তারা শান্তিপূর্ণ ভাবে ইফতার করেন।