এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে আলহাজ খন্দকার মাহফুজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালুচর মাদরাসা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ও বালুর চর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মাজহারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শ্রীবরদী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আকরাম হোসেন, উপজেলা বিএনপি-র সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, রাণীশিমূল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রোকুনুজ্জামান লাখু, সাধারণ সম্পাদক সাকিল আহমেদ তালুকদারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ খেলায় অংশ গ্রহণ করে রাণীশিমুল একটিভ একাদশ ও ভায়াডাঙ্গা জুনিয়র একাদশ। এতে উভয় দল নির্ধারিত সময়ে ০১-০১ গোলে ড্র করে। পরে রাণীশিমূল একটিভ একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে ভায়াডাঙ্গা জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে গরু এবং রানার্সআপ দলকে ছাগল পুরস্কার দেওয়া হয়। কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করে।