এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে কৃষক নেতৃত্বাধীন সিএসও শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা উন্নত করার মাধ্যমে তৃণমূল সম্প্রদায়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা – সবল প্রজেক্টের আওতায় স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টোকহোল্ডার ফোরাম ( MSF) গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের আয়োজনে ও রোরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস এর সহযোগীতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবিনা আফরিন, উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান খাঁন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইফুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। সবল প্রজেক্টের জেলা কো-অর্ডিনেটর স্বপন স্কু এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি পণ্য উৎপাদক এসোসিয়েশনের সহ সভাপতি সন্ধ্যারানী কোচ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এখলাস উদ্দীন প্রমূখ। এসময় সবল প্রজেক্ট এসোসিয়েশনের নেতৃ বৃন্দ, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।