এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শেরপুর প্রতিনিধি :
শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ জুলাই বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় শেরপুর সদরের ছানুয়ার হোসেন মডেল কলেজ নকলা হাজী জাল মাহমুদ কলেজকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলাশেষে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল আহসান ও হাফিজা জেসমিন, সদর উপজেলা নিবার্হী অফিসার, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক, মোঃ মেরাজ উদ্দিনসহ জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী ও সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।