লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি ॥ সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮আগস্ট) বিকালে উপজেলার কুলকান্দি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কুলকান্দি দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নবাব,সহ সভাপতি শাহীনুজ্জামান, একেএম শহিদুর রহমান,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার সুলেখা, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো:আক্তারুজামান,উপজেলা যুবদলের আহবায়ক হেলাল,যুগ্ম আহবায়ক মাহফুজ্জামান লুলু ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা-সংগঠন সু সংগঠিত করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।